নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ৪ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আনিছুল হক। তিনি উপজেলার মাগুড়া ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে আমিনুর রহমানের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদ পেয়ে নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খবিব উদ্দিনের নেতৃত্বে এসআই জায়েদ আল জাফরি, আজহারুল, এএসআই মাছুম রেজা, সিপাহী আজমল হোসেন, ওয়ারলেস অপারেটর খোকন মিয়া ও কিশোরগঞ্জ থানা পুলিশের একটি দল মাদক ব্যবসায়ী আনিছুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে থানায় সোপার্দ করে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ওই মাদক ব্যবসায়ীকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।