মঙ্গলবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (সাদর সার্কেল) আতিকুল ইসলাম জানিয়েছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
এএসপি আতিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখী একটি অ্যাম্বুলেন্স বেলা সাড়ে ৩টার দিকে বিত্তিপাড়া লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিএডিসির একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মৃতদের চারজন পুরুষ ও একজন নারী।
এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
কুষ্টিয়া ফা্য়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।