পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৬৬ হাজার ৯১৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৫৪ হাজার ২০৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ২৭২ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৭৩ জন।
পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৪৩৫ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৬৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।