বুন্দেসলিগায় চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এফসি কোলনকে ২-১ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।
আগের ম্যাচে হ্যাটট্রিক করা রবার্ট লেওয়ানডস্কিকে এদিন বিশ্রামে রাখেন কোচ। ম্যাচ জিতলেই উঠে যাবেন টেবিলের শীর্ষে এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছিল বাভারিয়ানরা।
প্রতিপক্ষের মাঠে ১৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় বায়ার্ন। স্পট কিকে দলকে এগিয়ে নেন মুলার।
ম্যাচের বাকি সময় সুযোগ তৈরি করতে পারছিল না সফরকারীরা। তবে সুযোগ পেয়েই প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সার্জ গ্যানাব্রি।
দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে কোলনের হয়ে ব্যবধান কমান ডমিনিক ড্রাক্সলার। জমে উঠে ম্যাচ। তবে শেষপর্যন্ত আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোলন।
ফলে লিগে টানা চতুর্থ জয় পায় বায়ার্ন। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে হ্যান্সি ফ্লিক শিষ্যরা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।