রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. এম আব্দুস সোবহান, প্রো-ভিসি ড. চৌধুরী মো. জাকারিয়া ও রেজিস্ট্রার এমএ বারীসহ দুর্নীতিতে অভিযুক্তদের অপসারণ চায় রাবি শাখা ছাত্র ফেডারেশন।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির বর্তমান প্রশাসনের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গত বছর অক্টোবরে ‘অনিয়ম ও দুর্নীতিবিরোধী’ আন্দোলন গড়ে তুলেছিল। দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়তে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করেন ছাত্র-শিক্ষক; যা সারা দেশে ছড়িয়ে পড়ে।
এরপর ইউজিসি বর্তমান প্রশাসনের নানা অনিয়মের তদন্তে নামে; যাতে দুর্নীতি ও অনিয়মের সত্যতা প্রমাণিত হয়েছে। কিন্তু অভিযুক্ত প্রশাসনকে এখন পর্যন্ত অপসারণ করা হয়নি, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে নষ্ট করে।
ছাত্র ফেডারেশনের রাবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল আলম সম্রাট যুগান্তরকে বলেন, প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের ঘটনা শুধু ক্যাস্পাসের ভাবমূর্তিই নষ্ট করে না বরং পুরো শিক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দেয়। একজন ব্যক্তির দায় কখনও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান নিতে পারে না।
সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, অভিযুক্ত প্রশাসনকে গত বছরই আমরা লাল কার্ড দেখিয়ে আচার্য বরাবর খোলা চিঠি প্রেরণ করেছিলাম এবং প্রশাসনের সমস্ত কার্যক্রমকে অবৈধ ঘোষণা করি। দেরিতে হলেও দুর্নীতি ও অনিয়মের ঘটনাটি প্রমাণিত হল।
কিন্তু এখন পর্যন্ত এই দুর্নীতিবাজরা কীভাবে স্বপদে বহাল থাকে তা আমাদের বোধগম্য নয়। ২৪ ঘণ্টার মধ্যেই সব দুর্নীতিবাজের অপসারণ দাবি করছি।