ভারত, চীনসহ নিকটতম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
সংসদ ভবনে বুধবার কমিটির বৈঠকের প্রথমে পূর্বনির্ধারিত কার্যসূচি নিয়ে আলোচনা হয়। এরপর শুধু কমিটির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে আলোচনার বিষয়ে কমিটির পক্ষ থেকে বিস্তারিত কিছু গণমাধ্যমকে জানানো হয়নি।
বৈঠক শেষে কমিটির একটি সূত্র জানায়, যেহেতু এটা আমাদের রুদ্ধদ্বার বৈঠক ছিল, তাই সিদ্ধান্ত বা সুপারিশের বিষয়ে গণমাধ্যমকে কিছু বলতে চাই না। আমরা ভারত-চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। বলতে পারেন, আমাদের আলোচনায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আকস্মিক বাংলাদেশ সফর নিয়ে গত আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়। বৈঠকেই ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সিদ্ধান্ত হয়।
এদিকে বুধবারের বৈঠকে নির্ধারিত সূচির আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় সাড়ে ছয় লাখ নারী কর্মী কর্মরত থাকার কথা জানানো হয়। তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সব সময় সতর্ক থাকার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।
দু-একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে নারী কর্মীদের দেশে ফিরিয়ে আনার দাবি যাতে না আসে, সে বিষয়েও সজাগ থাকার পরামর্শ দেয়া হয় বৈঠকে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের আটকা পড়া কর্মীদের ভিসা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়ে বিশেষ ফ্লাইটে তাদের ফেরার ব্যবস্থা করা হচ্ছে। ইতালি, যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, সৌদি আরব ও ওমানের দুই হাজার ৫৬০ জন আটকে পড়া প্রবাসীকে ইতোমধ্যে ফেরার ব্যবস্থা করে দেয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, করোনাভাইরাস মহামারীর কারণে কর্মহীন প্রবাসীদের জন্য কর্মসংস্থান তৈরি, আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা, দেশে আটকে পড়া প্রবাসীদের স্ব স্ব কর্মস্থলে পাঠানো এবং বিশেষ বিমান চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
ফারুক খানের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নূরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আবদুল মজিদ খান ও মো. হাবিবে মিল্লাত অংশ নেন।