মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। জীবনের অন্যতম সেরা খবর প্রকাশ্যে আসতেই তাদের অভিনন্দন জানান নিজ দেশের প্রধানমন্ত্রী নরেনন্দ্র মোদি।
বর্তমানে বিরাটের সঙ্গে দুবাইতে রয়েছেন আনুশকা। মরু শহরে থেকেই একের পর এক ছবি শেয়ার করছেন বলিউডের এই অভিনেত্রী।
বিরাট-আনুশকার ভালোবাসার ছবি প্রকাশ্যে আসার পর এবার সামনে এল অভিনেত্রীর বেবি বাম্পের ছবি। যেখানে বেবি বাম্প নিয়ে সন্তর্পনে সুর্যস্নানে নিতে দেখা যায় অনুশকাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন আনুশকা শর্মা।
আনুশকা শর্মার ওই বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসা জানাতে শুরু করেন অভিনেত্রীকে। আনুশকা বলেন, ‘জীবনের সচচেয়ে আনন্দের সময় পার করছি। প্রতিদিন একটি প্রাণ আমার মধ্যে বড় হচ্ছে। আমি মা হচ্ছি। এগুলো নিয়ে সারাদিন ভাবি। বিরাটও খুব আনন্দে সময় পার করছে। অপেক্ষায় আছি আমাদের সন্তানের জন্য।’