বিনোদন প্রতিবেদকঃ কেহ করে বেচাকেনা কেহ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে… ভাই রাস্তায় আর কতদিন দাঁড়িয়ে থাকবো? তাড়াতাড়ি মাঠে নামার ব্যবস্থা করুন । আমার সঙ্গে আছেন বর্তমান সময়ের উদীয়মান সংগীত শিল্পী, সুরকার দৌলত হাসান ভাই।বাকিটা ইতিহাস… বলেন এস.আর স্বপন।
Hidden Treasure দেশের সুপ্ত প্রতিভাগুলোর যথাযথ মর্যাদা না পাওয়ার কারণে একদিকে যেমন বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বাড়ছে মাদকাসক্তি। অথচ দুষ্টের শাসন আর শিষ্টের পালনের কথা থাকলেও হচ্ছে তার পুরো উল্টোটা। সমাজপতি ও সরকারের সংশিষ্টমহলের আন্তরিকাতায় উল্লেখ্য শিল্পীদের যথাযোগ্য মর্যাদা ফিরে পেতে পারে বলে মনে করেন জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রেসিডেন্ট ও সংগ্রহ বার্তা সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ