গঠনের দু’দিনের মধ্যে পরিবর্তন এসেছে জাতীয় পার্টির (জাপা) ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে। গত শনিবার গঠিত কমিটির আহ্বায়ক পদ একদিন পর ছেড়ে দেন সংরক্ষিত আসনের এমপি নাজমা আকতার। পরদিন সোমবার আহ্বায়ক পদ পেয়েছেন মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।
মঙ্গলবার জাপার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপা চেয়ারম্যান জিএম কাদের ফেনী জেলার আহ্বায়ক কমিটিতে রদবদল করেছেন। এর আগে অনুমোদিত কমিটির আহ্বায়ক নাজমা আকতারের পরিবর্তে কমিটির সদস্য মোতাহের হোসেনকে আহ্বায়কে দায়িত্ব দিয়েছেন। বাকি সদস্যরা বহাল রয়েছেন। ৫১ সদস্যের এ কমিটির উপদেষ্টা পদে বহাল আছেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
কমিটির নতুন আহ্বায়ক ‘১/১১’-এর অন্যতম কুশীলব হিসেবে পরিচিত মাসুদ উদ্দিন চৌধুরীর অনুসারী। একাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে জাপায় যোগ দেন মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ছিলেন।
গঠনের দু’দিনের মাথায় কমিটিতে রদবদলের বিষয়ে মাসুদ চৌধুরীর বক্তব্য জানা যায়নি। নাজমা আকতার সমকালকে জানিয়েছেন, তিনি নিজেই পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে বলেছেন, তার সঙ্গে আলোচনা না করে কমিটি করা হয়েছে। যাদের কমিটিতে রাখা হয়েছে, তাদের অনেককে রাখা উচিত হয়নি। যাদের ওপরের দিকে রাখা দরকার ছিল তাদের নিচে পাঠানো হয়েছে। মাসুদ চৌধুরীর সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করেননি নাজমা আকতার। তিনি বলেছেন, মাসুদ চৌধুরীর সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না। কারও সঙ্গে সম্পর্ক খারাপ করে সম্মান নষ্ট করার চেয়ে পদত্যাগ করাকে ঠিক মনে করেছেন।