বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের হতাশ হওয়ার সুযোগ নেই। কারণ জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দেয়াকে বিএনপি দায়িত্ব হিসেবে নিয়েছে। আমরা চ্যালেঞ্জ নিয়ে গণতন্ত্রকে মুক্ত করবোই।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বেগম জিয়া মুক্ত না হলে কোনোভাবেই গণতন্ত্র মুক্তি পাবে না।
মির্জা ফখরুল আরো বলেন, সরকার করোনা মোকাবিলার ব্যর্থতা ও স্বাস্থ্য খাতের চরম অনিয়ম দুর্নীতি ঢাকতে ২১ আগস্টে বেগম জিয়াকে জড়াচ্ছে। আলোচনা ভিন্ন দিকে নিতে চাচ্ছে।১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যার ঘটনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টানা হচ্ছে তাকে এবং স্বাধীনতার সঠিক ইতিহাসকে ম্লান করার জন্য।