মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের গোলাপবাগ এলাকায় বন্যা ও বৃষ্টির পানিতে ডুবে যাওয়া রাস্তায় মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে এই এলাকার ৫০ টি পরিবারের তিনশতাধিক মানুষ। স্থানীয়রা জানান,বন্যা ও বৃষ্টির পানিতে তাদের চলাচলের রাস্তায় অনেক পানি উঠে যায়। পরে মিরকাদিমের মেয়র এটি নির্মাণ করে দেন।
মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন, যখন খবর পেয়েছি গোলাপবাগের রাস্তা বন্যা ও বৃষ্টির পানিতে ডুবে গেছে তাদের সাহায্যে একটি বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছি।