করোনা ভাইরাসের কারণে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলের দরজা খুলে গেছে।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে আইপিএল-এর ১৩ তম সংস্করণ হবে সংযুক্ত আরব আমিরাতে।
ভারতে করোনা প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)জানায়, আসরটি সংযু্ক্ত আরব আমিরাতে আয়োজনের ব্যাপারটি প্রায় নিশ্চিত । দুবাই, আবুধাবি এবং শারজায় আইপিএলের ৬০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
সংবাদ সংস্থা পিটিআইকে এক বোর্ড কর্তা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল, ফাইনাল ম্যাচ হবে ৮ নভেম্বর। মোট ৫১ দিনের টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।
আইপিএল-এর জন্য আগস্টের ২০ তারিখ থেকেই ক্যাম্পে যোগ দিতে পারে ফ্রাঞ্চাইজি দলগুলো। অন্তত চার সপ্তাহ অনুশীলন এবং নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পাবে তারা।তাই তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজি দলগুলো।