করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে রবিবার। তবে এই আসরে এক ক্রিকেটারের সঙ্গে অন্য ক্রিকেটারের হাত মেলাতে দেখা যাবে না। সরাসরি এমন ব্যাপারে নিষেধাজ্ঞা না দিলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রিকেটারদের হাত মেলানো নিরুৎসাহিত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১৩ মার্চ) বিকেল ৪টায় করোনা ভাইরাস বিষয়ে অংশগ্রহণ করা প্রতিটি দলের সঙ্গে আলোচনা করে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে একে অপরের সঙ্গে হাত মেলাতে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বিসিবি। সেই সঙ্গে দর্শকদেরও মাঠে আসতে বারণ করে দেয়া হয়েছে।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘হাত মেলানোর যেই প্রচলিত বিধান সেটা কিভাবে কমানো যায়, সে বিষয়ে আলোচনা হবে। আমাদের কিছু উপদেশ থাকবে দলগুলোর প্রতি। করোনা ভাইরাস নিয়ে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলোর নিয়ে আলোচনা হবে।’