প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সব ধরনের সভা নিষিদ্ধ করা হয়েছে।
দলটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া শুক্রবার এক সাংগঠনিক নোটিশে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দলীয় কার্যালয়ে সভা করা যাবে না বলে নেতা-কর্মীদের নির্দেশনা দেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে লেখা নির্দেশনায় রেজা কিবরিয়া লিখেছেন, করোনা ভাইরাস পৃথিবীব্যাপী মহামারী আকার ধারণ করেছে। এমতাবস্থায় আমাদের দেশও এই মহামারীর বাইরে নয়। সেজন্য সরকার ও প্রশাসন গণজমায়েত না করার জন্য সতর্ক করেছে। এমতাবস্থায় আমাদের গণফোরাম কার্যালয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কোনো সভা করা যাবে না।