কথায় আছে শত্রু কখনো কখনো বন্ধু হয়ে যায়। এই মুহূর্তে ভারতসহ গোটা বিশ্বের কাছে করোনা ভাইরাসের মতো বড় শত্রু আর কেউ নেই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, একা নয়, এই প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে। সেই লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলিকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।
তার সেই আহ্বানে সাড়া দিয়েছে ভারতের চিরশত্রু পাকিস্তান। তারা জানালো, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত।
শনিবার সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ সহকারী (স্বাস্থ্য) আধিকারিককে মোদির প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে অংশ নিতে বলেছেন।
করোনা রুখতে সার্ক দেশগুলির নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে চান নরেন্দ্র মোদি। শুক্রবার সার্কভুক্ত দেশগুলির নেতাদের কাছে তিনি প্রস্তাব রাখেন, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে একটি শক্তিশালী কৌশল নির্ণয় করতে।
পাকিস্তানের ওই মুখপাত্র বলেন, পাকিস্তান তার প্রতিবেশীদের সহায়তার জন্যে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইতোমধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জাতীয় সুরক্ষা সম্পর্কিত একটি জরুরি বৈঠকও করেন।
মোদি টুইট করে জানান, ‘আমি সার্কভুক্ত দেশগুলির নেতৃত্বের কাছে প্রস্তাব রাখছি, করোনা ভাইরাসের সঙ্গে লড়তে শক্তিশালী কৌশল নির্ণয় করা হোক। আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ নিয়ে আলোচনা করতে পারি। একজোট হয়ে আমরা বিশ্বের কাছে একটি উদাহরণ তৈরি করতে পারি।’
এদিকে ভারতে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৫ ছুঁয়েছে। মারা গেছে দুইজন। ভারতে এই ভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটলেও অন্যান্য সার্কভুক্ত দেশ থেকে এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
করোনা ভাইরাসে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। সেইসঙ্গে আক্রান্ত এক লাখ ৪০ হাজারের বেশি।
শুক্রবারই ইতালিতে একদিনে রেকর্ড ২৫০ জনের মৃত্যু হয়েছে। এদিকে ইরানও শুক্রবার নতুন করে ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে। খবর: এনডিটিভি