একটি টেস্ট খেলতে বুধবার সকালে নিরাপদে পাকিস্তান পৌঁছেছেন টাইগাররা। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে রওনা করে কাতারের রাজধানী দোহা হয়ে বুধবার সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছায় বাংলাদেশ দল।
দলের সঙ্গে পাকিস্তানে যাওয়া জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বুধবার সকালে তারা ইসলামাবাদ পৌঁছেছেন। সেখানে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলে অবস্থান করবেন তারা।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। সূচি অনুযায়ী আজই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে নেমে যাবেন তামিম-তাইজুলরা। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে টাইগারদের অনুশীলন। পাকিস্তানও একইদিন একই মাঠে অনুশীলন করবে। তার আগে দু’দলের যেকোন একজন করে প্রতিনিধি সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন।
বৃহস্পতিবারও বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল পিন্ডিতে অনুশীলন করবে। এদিন স্থানীয় সময় সকাল দশটায় শুরু হওয়ার কথা আছে দু’দলের অনুশীলন।
সিরিজের আরেকটি টেস্ট খেলতে এপ্রিলে ফের পাকিস্তান সফর করবে বাংলাদেশ। সেসময় ওয়ানডের ম্যাচও খেলবে বাংলাদেশ-পাকিস্তান।