নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জে ভেজাল খাদ্যের কারিগর সুগন্ধা প্লাসের খাদ্যে আস্ত তেলাপোকা পাওয়া যায়। অথচ সেই প্রতিষ্ঠান জেলা প্রশাসনের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হওয়ায় চালানো হয়নি অভিযান। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুসন্ধানে জানা যায়, জেলা প্রশাসনের মেইন গেইটে লাগানো আছে সুগন্ধা প্লাসের ব্যানার,চাষাড়া গোলচত্বর জুড়ে রয়েছে তাদের ব্যানার। সবগুলো ব্যানারে একই রকম লেখা।
সুগন্ধা প্লাসের সৌজন্যে প্রদানকৃত ব্যানারে লেখা বিশ্ব পর্যটন দিবস-২০১৯, প্রতিপাদ্য বিষয় ছিল ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে,তারিখ ২৭ সেপ্টেম্বর আয়োজনে -জেলা প্রশাসন নারায়ণগঞ্জ। সৌজন্যে সুগন্ধা প্লাস। গত ২৭ সেপ্টেম্বর পর্যটন দিবস পালিত হয়েছিল। তার পরের দিন সুগন্ধা প্লাসের রান্না করা খাবারে আস্ত তেলাপোকা পাওয়া যায়।
ভোক্তাসাধারণ বলছেন ( বিজয় স্তম্ভের দিকে তাকাতে বলেন) যাদের খাবারে আস্ত তেলাপোকা পাওয়া যায় সেই সুগন্ধা প্লাস জেলা প্রশাসনের অনুষ্ঠানের পৃষ্টপোষক। কিভাবে প্রশাসন ব্যবস্থা নিবে।
পত্রিকা, অনলাইন পত্রিকায় ও ফেইসবুকে দেখেছি সুগন্ধার খাবারে তেলাপোকা পাওয়া গেছে। সেই খাবার খেয়ে একজন বমি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান,জেলা প্রশাসন কি এতই গরীব তাদের বিভিন্ন নামে ফান্ড রয়েছে সেই ফান্ডের টাকা গুলো যাচ্ছে কোথায় ? একটি ব্যানার করতে কতটাকা লাগে? বেশী হলে ৫শ টাকা, ১০ টি বানালে ৫ হাজার টাকা খরচ হতো। এদের কে প্রশ্রয় দিলে এরা মাথঅয় উঠবে আর ভোক্তভোগী হবে ভোক্তাসাধারণ।
সুগন্ধা প্লাস পর্যটন দিবসের পৃষ্ঠপোষক করায় খাবারে আস্ত তেলাপোকা পাওয়া সত্বেও কেন জেলা প্রশাসন অভিযান পরিচালনা করলোনা এ প্রশ্ন সচেতন মহলের।
