বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সরকার দেশের জনগনের সুবিধাত্বে বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার কর্মকান্ড আরো সহজী করার লক্ষে সুযোগ সৃষ্টি করায় জনগণ সঠিক সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে তারই ধারাবাহিকতায় দেশের প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের প্রতিটি সেক্টরের দাপ্তরিক কাজগুলো আরো সহজ করতে সরকারের তদারকি অব্যাহত আছে।
রবিবার (২৯-৯-২০১৯)ইং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানী বিকাশ এর নতুন কাষ্টমার চালু এবং গ্রাহকের ব্যক্তিগক একাউন্ট হতে ডিপিডিসি ( পোষ্ট পেইড এবং প্রি-পেইড) বিদ্যুৎ বিল প্রদানের শুবিধা শুরু হয়েছে। জনসাধারণকে অবহিত করার লক্ষে নারায়ণগঞ্জ সদর থানাস্থ বিকাশ ডিষ্ট্রিবিউটর ‘জামাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে এর প্রচার প্রচারনা শুরু হয়। মোটর শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ডিপিডিসি (পোষ্ট পেইড এবং প্রি-পেইড) বিদ্যুৎ বিল প্রদানের লক্ষে প্রতিষ্ঠানটি জনগনের সার্বিক সেবা প্রদান করবে বলে জানাযায়।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানী বিকাশ এর নতুন কাষ্টমার চালু
-
Next
দেবিদ্বার উপজেলার রাজামেহার ও চুলাশ বাজারের ৮ টি দোকানঘরে চুরি। গাজী জলিল কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লা দেবিদ্বারের রাজামেহার ও চুলাশ বাজারের মোট ছয়টি দোকানঘরে চুরি হয়েছে গত রোববার দিবাগত রাতে ছয়টি দোকানের মধ্যে চুলাশ বাজারের সুমা টেলিকম, মোস্তফা ষ্টোর, সোলেমানের আদর্শ লাইব্রেরী ও বিকাশ দোকান,সাইফুল টেলিকম ও বিকাশ দোকান, উমর ফারুক এর টেলিকম ও স্টুডিও, ফরিদ ষ্টোরের তালা ভেংঙে প্রায় বিভিন্ন ব্র্যান্ডের মেমোরি কার্ড,মোবাইল, রিচার্জ কার্ড,ও ষ্টেশনারী মালামাল সহ নগদ টাকা চুরি হয়েছে। চুরি হওয়া দোকানঘরের মালিকগন সকালবেলা দোকান খুলতে এসে দেখেন তাদের দোকানঘরের স্যাটারের তালা ভাঙা এবং সুমা টেলিকমের পরিচালক মোঃ ইব্রাহীম মুন্সী দৈনিক আমাদের দেবিদ্বার কে জানান আমি দৈনন্দিনের মতো আজ সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা দেখি এবং দোকানে প্রবেশ করে চেয়ারের উপর চুরের পায়ের একটি ছাপ দেখতে পাই।পায়ের ছাপে কিছুটা ধারনা করা হচ্ছে ১৪ বা ১৫ বছরের শিশুদের কে চুরির কর্মকান্ডে ব্যবহার করেছে। কিছুদিন পরপর চুরি হওয়ার কারনে চুলাশ বাজারের ব্যবসায়ীগন বাজার কমিটির সদস্যগনদের কোন প্রতিরোধ মূলক ব্যবস্থা না নেওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে একই রাতে রাজামেহার বাজারের সুভাস টেলিকমের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। জসিম মোল্লার দোকানে তালা ভেঙে চুরির চেষ্টা করলে দোকানের ভেতরে জসিম মোল্লার উপস্হিতির টের পেয়ে চুরচক্র পালিয়ে যায়। জসিম মোল্লা আরো জানান বিগত সময়ে আমার দোকানে আরো ২ বার চুরি হয়েছে এবং নগদ টাকাসহ অনেক মালামাল চুরি করে নিয়ে যায়। আমার অনেক ক্ষতিসাধন হয়েছে।