নিউজস্বাধীন বাংলা: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও বালু নদীতে সুপ্রিম কোর্টের শতাধিক নারী আইনজীবী নৌ-ভ্রমণে এসেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, জেসমিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস রূপাসহ অন্যান্য আইনজীবীর নেতৃত্বে এই ভ্রমণ শুরু হয়।
এদিকে এই নৌ-ভ্রমণকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নারী আইনজীবীদের মঝে মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
তারা প‚র্বাচলের তিনশ ফিট এলাকায় বালু নদীতে নৌকা নিয়ে আনন্দভ্রমণ করবেন। এর আগে দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফটোসেশন করেন নারী আইনজীবীরা।
অ্যাডভোকেট আনোয়ারা জেসমিন সুলতানা বলেন, আমরা শতাধিক আইনজীবী শীতলক্ষ্যা ও বালু নদীতে নৌবিহারে যাচ্ছি। দুপুরে প‚র্বাচলে লাঞ্চ করে বিকেলে ঘোরাফেরা শেষে যার যার বাড়িতে ফিরে যাব।
নৌকাটি বালু নদীর বিভিন্ন মোহনা ঘুরে এসে তিনশ ফিট পর্যন্ত চলাচল করবে। সুপ্রিম কোর্ট থেকে নিজ নিজ গাড়ি ও বাসযোগে রওনা দেয়ার আগে তাদের অনেককে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।
