নিউজস্বাধীন বাংলা: তার নাম সবুজ ইসলাম সরকার। তিনি এমবিবিএস ডাক্তার। রোগী দেখেন সিদ্ধিরগঞ্জে হিরাঝিল এলাকার হাজী জামান মঞ্জিলের ৩য় তলায় সেবা মেডিকেল সেন্টারে। ২০১৮ সাল থেকে তিনি এখানেই রোগী দেখছেন।
তবে, তিনি এমবিবিএস ডাক্তার হলেও তার শিক্ষার জোর এইচএসসি! আর ওই যে এমবিবিএস ডিগ্রীধারী বলে নিজেকে জাহির করেন, তার পুরোটাই ‘ভুয়া’! যা র্যাবের অভিযানে বেরিয়ে আসে এই এইচএসসি পাসের ‘ভুয়া এমবিবিএস’ ডাক্তারের থলের বিড়াল। ৬ আগস্ট রাত নয়টার দিকে র্যাব-১১ এর একটি দল হিরাঝিল এলাকা থেকে তাকে আটক করেছে।
অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাবিক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।
মঙ্গলবার রাতে র্যাব যখন অভিযান চালাচ্ছিলো তখন সবুজ নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে দাবি করেন। তার দাবি ছিলো তিনি ২০০৯ সালে কোলকাতার বারাসাতের বিসিবি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।
সবুজ র্যাবকে জানাচ্ছিলেন, দাউদকান্দির সুন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন ১৯৯৮ সালে। এক বছর বিরতি দেওয়ায় এইচএসসি পাস করেন ২০০১ সালে গৌরিপুর ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ থেকে। এরমধ্যে এইচএসসিতে অধ্যয়নকালে ২০০০ সালে মেডিকেল এসিসট্যান্ট কোর্সে ভর্তি হন কুমিল্লা মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস)। ২০০৫ সালে কুমিল্লা জেনারেল হাসপাতালে মেডিকেল এসিসট্যান্ট হিসেবে ইন্টার্নি করেন। ২০০৮ সালে ঢাকার মিরপুর-২ এ মা ও শিশু ফাউন্ডেশনে একটি কোর্স করেন।
সবুজের দাবি, ২০০৯ সালে তিনি ভারতের কোলকাতা থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি দেশে ফিরে এসে আলট্রাসনোগ্রাফির উপর কোর্স করেন। ২০১৬ থেকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখা শুরু করেন। এরমধ্যে ২০১৮ সাল থেকে হিরাঝিল এলাকার হাজী জামান মঞ্জিলের ৩য় তলায় সেবা মেডিকেল সেন্টার নামক একটি চেম্বার খুলে নিজেই রোগী দেখা শুরু করেন।
তবে মজার ব্যাপার হলো, র্যাবের কাছে সবুজের বলা সব কথাই ছিলো মিথ্যা এবং ভুয়া। তিনি এর স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। নির্দিষ্ট করে শুদ্ধ ঠিকানা দিতে পারেননি কোলকাতার সেই মেডিক্যাল করেজের ঠিকানাও। যদিও র্যাবের জিজ্ঞাসাবাদে সবুজ ইসলাম সরকার স্বীকার কেরেছেন তিনি ‘ভুয়া’ ডাক্তার। এমবিবিএস ডিগ্রি তিনি অর্জন করেননি। তার পড়াশোনার দৌঁড় এইচএসসি পর্যন্ত।
এ বিষয়ে মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ভেজাল বিরোধী অভিযানের নিয়মিত একটি অংশ হচ্ছে ‘ভুয়া’ ডাক্তারের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে হিরাঝিল এলাকায় র সেবা মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়। এখান থেকে সবুজ ইসলাম সরকারকে আটক করি যিনি নিজেকে একজন এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে থাকেন। আদতে তিনি একজন ‘ভুয়া ডাক্তার’। তার কোনো সার্টিফিকেট বা অন্যান্য যেসমস্ত কোর্সের কথা তিনি বলেছেন, সেসব কাগজপত্র তিনি আমাদের দেখাতে পারেনি। গত প্রায় ৩-৪ বছর ধরে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন। সে আমাদের কাছে স্বীকার করেছে, তিনি একজন ‘ভুয়া ডাক্তার’।