নিউজ স্বাধীন বাংলা: সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর মেয়ে খাদিজা ইয়াসমিন আশা আর নেই। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। গত সাড়ে চারবছর ধরেই মরণব্যাধি স্তন ক্যান্সারে ভুগছিলেন খাদিজা ইয়াসমিন আশা। তাকে বাচাঁতে আপ্রান চেষ্টা চালিয়ে গেছে তাঁর পরিবার।
উচ্চতর চিকিৎসা সেবা দিতে তার পিতা একাধিকবার নিয়ে গিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। তবে ভাগ্য সঙ্গী না হওয়ায় অবশেষে গতকাল রাত সোয়া ৮টায় সকলকে অশ্রুজলে ভিজিয়ে তিনি ইহকাল ত্যাগ করেন।
উল্লেখ্য, খাদিজা ইয়াসমিন আশা সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীবের বোন । পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে। রাত সাড়ে এগারোটায় মাসদাইর সিটি কবরস্তান জামে মসজিদে জানাজা শেষে মায়ের কবরের পাশেই আশাকে দাফন করা হয়। জানায়ায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকগণ সহ সমাজের বিভিন্ন পেশা শ্রেনীর গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং জেলা পুলিশ সুপার কার্যডিালয়ের ডিআইও-2।
