নিউজ স্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক লিয়াকত হোসেন খোকার উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বাদ জুমা উপজেলার প্রায় সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
সাংসদ লিয়াকত হোসেন খোকা এমপি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কান্নাজড়িত কন্ঠে উপজেলাবাসীর কাছে হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া কামনা করেন। এছাড়া উপজেলার মন্দির ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও এরশাদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে আছেন।
