মোঃ পন্ডিত হোসেন: “ফান মেলা” দেখতে দেখতে গ্রুপটির বয়স ২ বছর পূর্ন হয়ে গেল। ফান মেলা গ্রুপের সম্মানিত সভাপতি ইকবাল হোসেন ফান মেলা সম্পর্কে তার ২ বছরের চলার যে অনুভুতি তা আমন্ত্রিত অতিথি এবং ফান মেলা এডমিন ও ফান টিমের সকল সদস্যদের সামনে ব্যক্ত করেন। “ফান মেলা”এডমিন প্যানেলের সদস্যগন , ইকবাল হোসেন, তোফাজ্জল নুর ইসলাম, অহনা খাঁন, আনিস জামান, হারুনুর রশিদ, মেহেদী হাসান, নাজিরুল হক নাজু, নাবিস নবী, মুখলেস দেওয়ান, আহমেদ জুয়েল, শাহ আলম, নিজ্জল, আল ওয়াদুদ, সোনিয়া , রাসেল হোসেন জয় প্রমুখ। এসময় অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এডমিন প্যানেলের হারুনুর রশিদ, মেহেদী হাসান এবং ফান টিম এর সহ-সভাপতি ইসমাইল হোসেন শামীম যারা অনুষ্ঠান কে সকলের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোর-আন থেকে তেলাওয়াত পরিবেশন করেন ফান টিমের সদস্য মো: ইব্রাহীম । এর পর পরিবেশন করা হয় বাংলাদেশের জাতীয় সংঙ্গিত যা সকলে দারিয়ে হৃদয়ের গভির থেকে সম্মান জানায়। এর পর সকল কলাকৌশলিদের পরিচয় করিয়ে দেয়া হয় ।
অনুষ্ঠানে দুইটি কুইজ প্রতিযোগিতা পর্বের আয়োজন করা হয়। যার মধ্যে অনেককে পুরস্কৃত করা হয়। তাদের মধ্যে সবকটি প্রশ্নের সঠিক দিয়ে প্রথম হন ফান টিমের নব নির্বাচিত সেক্রেটারি মো: রাকিবুল ইসলাম । এবং কুপনের প্রথম বিজয়ী নব দম্পতি হাবিব-রজনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবধিকার কাউন্সিল নারায়নগঞ্জ মহানগর এর সভাপতি কাজী মোহাম্মদ মোহাসীন। উক্ত অনুষ্ঠানে তিনি ফান মেলা গ্রুপের ডকোমেন্টরি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেন । তিনি আরো বলেন ফাল মেলা মানবতার সেবায় যে অবদান রেখেছে তা আমাদের মধ্যেও জাগ্রত করে তুলতে হবে । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়রগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদের সিনিয়র সহ সভাপতি মো: কাজল সিদ্দিক। ফান মেলা গ্রুপের পক্ষ থেকে নারায়নগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদ কে সম্মাননা প্রদান করা হয় । সেই পরিষদ এর পক্ষ হতে মো: কাজল সিদ্দিক সাহেব সম্মাননা টি গ্রহন করেন। সম্মাননা তুলে দেন ফান মেলার সম্মানিত এডমিন ইকবাল হোসেন, মেহেদী হাসান এবং আরো অনেকে । অনুষ্ঠানে ছিলেন নারায়ণগঞ্জ , রুপগঞ্জ ৪নং পৌরসভার সম্মানিত কাউন্সিলর মো: কাকন মাহমুদ তিনি ফান মেলা কে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং আর্ত মানবতার সেবায় নিয়োজিত করার জন্য ফান মেলা টিমকে আহ্বান জানিয়েছেন । তিনি আরো বলেন সাধারণ মানুষের সহায়তার জন্য এবং ফান মেলাকে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা দরকার বলে তার মত প্রকাশ করেন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলভী ট্রাভেলস এর সম্মানিত পার্টনার আমিনুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন প্রবাসী মোঃ টিপু সুলতান, মোঃ নিপ্পন এবং সাব্বির শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমরা রক্তসন্ধ্যানী গ্রুপের সম্মানিত সি, ই ,ও মোঃ ওয়াহিদুজজামান । এবং আমরা রক্তসন্ধানী গ্রুপের মোঃ সালাহ উদ্দিন, মোঃ সোহান, মোঃ জুয়েল আহমেদ । ফান মেলা টিমের পক্ষ থেকে আমরা রক্তসন্ধানী টিমকে সম্মাননা উপহার প্রদান করা হয় । সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ফান মেলা ফান টিম নোয়াখালী, ফান টিম চাঁদপুর, ও ফান টিম নারায়ণগঞ্জকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফানটিম নোয়াখালীর পক্ষ্য থেকে সম্মাননা সারক গ্রহণ করেন হান্নান,শামীম,রাসেদ,মুরাদ,রবি। ফানটিম চাঁদপুরের পক্ষ্য থেকে সম্মাননা সারক গ্রহণ করেন ফানটিম চাঁদপুরের সভাপতি এবিএস সুমন, সেক্রেটারি মনিরুজ্জামান ও আবুল কালাম আজাদ এবং ফানটিম নারায়ণগঞ্জ জেলার পক্ষ্য থেকে সম্মাননা সারক গ্রহণ করেন ফানটিমের সভাপতি মোঃ নিজ্জল, সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আরাফাত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রবি, উপদেষ্টা শাহ আলম, ও প্রচার সম্পাদক আক্তার হোসেন, জামাল, হারুনুর রশীদ হিরা,রিপন প্রধান, রনি,মাসুম, মাহবুব রহমান, মাহবুব লিয়ন, আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার জালকুড়ির পরিচিত মুখ সফল ব্যবসায়ী এবং সমাজ সেবী জনাব সিরাজুল ইলাম সিরাজ ।
উক্ত অনুষ্ঠানে তিনি তার অনুভুতির কথা ব্যক্ত করে বলেন আমি ফান মেলা কি বুঝতাম না। এইটার কাজ কি আমি জানতাম না। আমি মনে করতাম ফেসবুক তো শুধু সময় কাটানোর জন্য । কিন্ত যখন আমি ফান মেলার কর্যবলি সচক্ষে দেখলাম তখন নিজেকে প্রশ্ন করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানবতার সেবা করা যায়। আমি আশ্চর্য হলাম! তিনি এ কথা বলার পর ফান মেলা কে আস্বস্থ করেন এবং নিজেকে ফান মেলার যেকোন প্রোগরামে নিয়োজিত করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন । উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান সৌন্দর্য্য মন্ডিত করতে সহযোগীতা পেয়েছি এবং বন্ধুসুলভ হাত বারিয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এন,আর,ডি নুরজাহান রিয়েলিস্ট এবং নারায়ণগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ আন্তর্জাতিক পরিষদ দুটো সংস্থাকে ফান মেলা গ্রুপ সম্মাননা প্রদান করেন । সবশেষে ফান মেলা গ্রুপ তাদের ২য় বর্ষপূর্তি কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করে ।