নিউজ স্বাধীন সংবাদ: শনিবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সিগঞ্জের হরগঙ্গা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র বায়েজিদ হোসেন পুলক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কাশীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ জুন ভোর আনুমানিক সাড়ে ৬ টার সময় বায়েজিদ তার নিজ বাড়ি হতে বিশ্ববিদ্যালয়ের কোচিং করার উদ্দেশ্যে বের হয়। এসময় কাশীপুর ইউনিয়ন সংলগ্ন রাস্তার মোড়ে বিপরীত দিক হতে আসা দ্রæত গতির একটি বেপরোয়া ট্রাক (রংপুর-ট-৮৪৯৮) এর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার শরীরের বামপাশের হাড় ৫ টুকরো হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নং-৮৮।
বক্তারা আরো বলেন, দেশের বিভিন্ন স্থানে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে। দেশে গড়ে প্রতিদিন ২০ জন মানুষ সড়ক দূর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছে আবার কেউ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে। যারা এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রতিদিন দূর্ঘটনা ঘটাচ্ছে তাদের সুষ্ঠু বিচার না হওয়ায় তারা আরো বেশী বেপরোয়া হয়ে যাচ্ছে। বেশীর ভাগ গাড়ির নেই কোন লাইসেন্স নেই ফিটনেস। তাই আইনজীবীদেরকে বেপরোয়া গতিতে চালানো গাড়ির ড্রাইভারদের পক্ষে না দাঁড়ানোর আহŸান জানান বক্তারা। এছাড়াও সড়ক ও পরিবহন মন্ত্রীর দৃষ্ট আকর্ষন করেন। যাতে করে ভবিষ্যতে কাউকে এমন দূর্ঘটনার শিকার হতে না হয়।
মানববন্ধনে আহত বায়েজিদের বড় ভাই আহমেদ হোসেন রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বায়েজিদের বড় বোন তৃপ্তি আক্তার, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, বিআইডবিøউটিসি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চুন্নু মাষ্টার, যুব শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ লিটন, মমিনুল ইসলাম, বিপ্লব প্রধান, আমীর হোসেন, আরিফ, মোঃ সায়মন, জোসেফ, তুহিন, তানভীর, তন্ময়, তৃপ্তি, মিলি, মেহেদি, সানজিলা সহ এলাকার সর্বস্তরের জনগণ।