মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামানের কঠোর নির্দেশে জেলায় মাদক বিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের একটি চৌকষ দলের হাতে আটক হয়েছে মহেশপুরের মাদক সম্রাট নুরুল ইসলাম। এসময় গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার গভীর রাতে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মাদক সম্রাট ও মৃত কাশেম ব্যাপারীর ছেলে নুরুল ইসলামকে আটক করে। এসময় গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় মাদক সম্রাট নুরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে এলাকাবাসী অভিযোগে জানান, মাদক স¤্রাট নুরুল ইসলাম ভারত থেকে ফেনসিডিল কম দামে এনে বেশি দামে বিক্রি করে আজ মাদক সম্রাটে পরিনত হয়েছে। তার বেপরোয়া মাদক ব্যবসার কারনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। কিন্তু বর্তমান পুলিশ সুপার হাসানুজ্জামানের কঠোর নির্দেশে জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় মহেশপুরের মাদক সম্রাট নুরুলকে পুলিশ আটক করায় এলাকাবাসী পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। সেইসাথে যাদবপুরের অপর মাদক সম্রাটট মোহাম্মদ আলীসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের দ্রæত গ্রেফতার করে মাদক মুক্ত ঝিনাইদহ উপহার দেয়ার জন্য পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
