নিউজ স্বাধীন সংবাদ: জহিরুল ইসলাম (২১) নামে এক যুবক নিখোঁজ। গত ০১/০৬/২০১৯ইং তারিখে শনিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ দেওভোগ মিরাপাড়া বাসা থেকে হারিয়ে গেছে। এ ঘটনায় তার মা পারুল বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার নং-১২৮। ডায়েরীসূত্রে জানা যায় ছেলেটি ব্রেন ষ্ট্রোক করায় তার বাম পাশ প্যারালাইসিস এবং সে কথা বলতে ও হাটতে গেলে কাঁপে। সে শারীরিক প্রতিবন্ধী। তার গায়ের রং কালো। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার পরনে ছিল জাম কালালের গেঞ্জি ও সাদা কালো রঙের সুতি প্যান্ট। যদি কোন সহৃদবান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। মোবাইল নং- ০১৯৩৫২৮৫০৯৮, ০১৬৩৬৮৮৯০৫২, ০১৯০৩২৭৯৪০২। বিশেষ দ্রষ্টব্যঃ কেউ যদি তার সন্ধান দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে।
