নিউজ স্বাধীন বাংলা: ভিটামিন এ এর অভাব জনিত অপুষ্টি ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যে আগামী ( ২২ জুন ) শনিবার জেলায় ( সিটি কর্পোরেশন বাদে) ৩ লাখ ৯৩ হাজার ৪৬ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন এ কথা জানান সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ।
বুধবার (১৯ জুন) বিকাল ৩ টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে।
এবার জেলায় ১১১৫ টি কেন্দ্রে ২২৩০ জন কর্মী সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত একটানা টিকা খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ লাখ আইইউ একটি নীল ক্যাপসুল,১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২ লাখ আইইউ ২ টি নীল ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ফারহানা রহমান,ইপিআই সুপারিটেন্ট লুৎফর রহমান,জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক স্বপন দেবনাথ,জুনিয়র স্বাস্থ্য অফিসার শাকির হোসেন প্রমুখ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান,ভিটামিন এ ক্যাপসুল নিরাপদ।এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন ঝ্ুঁকি নেয়।তাই আগামী ২২ জুন শনিবার উল্লেখিত বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়াতে অভিবাবকদের প্রতি আহবান জানান।
