রুবেল হোসেনের আরেকটি আঘাত। বিজয় শঙ্করকে ফেরালেন তিনি। কোহলি ফিরে যাওয়ার দুই রানের মাথায় চতুর্থ উইকেটের পতন হয়। তিনি মুশফিকের হাতে ক্যাচ দেন। বিজয় শঙ্কর ৭ বলে ২ রান করেন।
রুবেল এখন পর্যন্ত ৫ ওভার করে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। এই মুহূর্তে টাইগারদের বোলিংয়ে চাপে রয়েছে ভারত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২২ ওভারে ৪ উইকেটে ১০৭ রান।
এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।
বাংলাদেশ দল:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ।