বিশেষ প্রতিনিধি: বিমান বাংলাদেশ অতি সুনামের সহিত দীর্ঘদিন যাত্রীসেবা দিয়ে আসছে কিন্তু সামান্য ত্রুটিতে সেই সুনাম ক্ষুন্ন হতে চলছে বলে বিশেষ সুত্রে জানাগেছে।
১৯৭৯ সালে নিলফামারী জেলায় সৈয়দপুর বিমান বন্দর স্থাপিত হয় । ইতিপূর্বে এই বিমান বন্দরটি আন্তজার্তিক করনের দাবি জানান জেলাবাসী।
২৫ জুন মঙ্গলবার বিমান বাংলাদেশের একটি অভ্যন্তুরীন ফ্লাইট বিজি-০৪৯৪, নিলফামারী জেলার সৈয়দপুর বিমান বন্দর হতে সকাল ৮.৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেরে আসার কথা কিন্তু বিমানের ছোট একটি হোজ পাইপ লিকেজ হয়ে যাওয়ায় ১০ ঘন্টা বিলম্ব হয়, এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তীর শিকার হয়। সুত্রে আরো জানা যায় এ ঘটনায় যাত্রী সকল উত্তেজিত হয়ে পরলে বিমান ম্যানেজার যাত্রী সকলের শান্তনার পরিবর্তে দুপুর ১২টায় সে অফিস ত্যাগ করে অনত্র চলে যায়। পরবর্তিতে বিমানটি ক্রটি ঠিক করা হলে ছারার পূর্বে তিনি অফিসে যোগদান করেন। যাত্রী সকল এই ত্রুটির কারণে ১০ ঘন্টার ভোগান্তিতে দিনের জরুরী কাজ হতে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানাগেছে।
যাত্রীদের মধ্যে একজন জানান বিমান বাংলাদেশের সুনাম থাকায় যাত্রী সাধারণ বাংলাদেশ বিমানে ভ্রমন করে থাকে কিন্তু এভাবে যে ভোগান্তির শিকার হতে হবে তা ভাবতে পারেনি। সরকার বিষয়টি যথাযথভাবে ক্ষতিয়ে দেখলে হয়তো এই সুনাম অক্ষুন্ন থাকবে। ১০ ঘন্টা বিলম্বতে বিমান ম্যানেজম্যান্ট হতে কোন বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেনি এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উয়ে উঠলেও অসহায়ের মতো অপেক্ষা করতে হয়েছে বিমানবন্দরে।
এ বিষয়ে ইয়ারপোর্টের ম্যানেজার মোঃ শাহীনের মুঠো ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ক্রটির বিষয়টি আমাদেরকে অবগত করা হয়নি তবে ডিস্টিক ম্যানেজার তিনি বলতে পারবেন। পরবর্তিতে বিমান স্টেশন ম্যানেজার তিনি জানান বিষয়টি এরক যে, জাহাজটি ঢাকায় থাকলে ৫ মিনিটে সমাধান হয়ে যেত কারণ সেখানে বিমানের পার্স আছে আমাদের এখানে পার্স না থাকার কারনে ঢাকা হতে পার্স নিয়ে এসে মেরামত করায় বিলম্বর সৃষ্টি হয়েছে।