পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরো ভাল রাখা যায়। আর বেশিরভাগ নারী সাবলম্বী হলে চিন্তা করে আমার এখন কাউকে দরকার নাই। আমি একাই চলতে পারি। আর হয়ত একারণেই আমাদের দেশে শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে।
জামাই কি শুধু টাকা কামাই করার জন্যই দরকার? কি ধরণের মেন্টালিটি গ্রো আপ করছে ফেমিনিস্ট মেয়েদের ভেতর?
নিজের কামাই যেমন দরকার তেমন জামাইও দরকার সুস্থ্য সুন্দর একটা জীবনের জন্য, একটা পরিবারের জন্য ও একটা নতুন পৃথিবী গড়ার জন্য।
বিয়ের মতো পবিত্র প্রচলিত রীতিটাকে টাকার নিচে দাবিয়ে রেখে মেয়েরা এখন নিজেকে কিছু একটা মনে করে চলছে,,,
যাদের অগণিত বয়ফ্রেন্ড থাকলেও একটা ভালো জামাই নেই; তাদের দাম্ভিকতার জন্য। জীবনে টাকা যতটা দরকার তারচে’ একটা নারীর জন্য বেশি দরকার জামাই নামের পুরুষটা। লাখ খানেক টাকা কামাইর আশায় উচু শিক্ষা গ্রহণ করে নিচু জীবনে নেমে আসছে লক্ষ লক্ষ মেয়েরো তাদের অজান্তেই। যেখানে অনেক অল্পশিক্ষিত মেয়েরা এগিয়ে আছে আপন পরিবারে সুখ স্বাচ্ছন্দে। সুতরাং ওদের উচ্চ শিক্ষিত মনে হয়না; মনে হয় আস্তা মূর্খ। আমিতো মনে করি কামাই করে জামাইকে নিয়ে দু’দিনের এই দুনিয়ায় পবিত্র একটা জীবন নিয়ে ঘুরবো ফিরবো আর সুপ্ত মনের সপ্ন পূরণ করে চলবো। তোমরা কি বলো?