আজ স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করতে যাচ্ছে৷ জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ৩০লক্ষ শহীদের আত্মত্যাগ ও আড়াই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন দেশের পাসপোর্ট নিয়ে ৩৯ বছর আমেরিকায় অবস্থান করে আমরিকান সিটিজেন, মেয়ে ডঃ অব ফার্মাসিষ্ট, ছেলে ফরহডাম বিশ্ববিদ্যালয়ে ইনভেষ্ট & ফাইনেন্সের ফাইনেল ইয়ারের ছাত্র৷ জীবনে অনেক পেয়েছেন বলে জানান আলহাজ্ব মোঃ হাসান আলী ৷ তিনি বলেন- শুধু সরকারের উপর ভরসা না করে প্রবাসের ১৬৫ টি দেশে ১কোটি ৫০ লক্ষ প্রবাসগণকে এগিয়ে আসতে হবে৷ প্রত্যেক প্রবাসী যদি দেশপ্রেম নিয়ে নিজ নিজ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের দারিদ্র দূরীকরণে সেলাই মেশিন, শিক্ষার জন্য ছাত্রদের স্কলারশীপ দিয়ে সাহায্য করি তাহলে ৪ কোটি দারিদ্র ও বেকার লোকের মুখে হাসি ফুটানো সম্ভব৷ দেশের ধনীদেরকেও এগিয়ে আসার আহবান জানান তিনি ৷ তিনি আরো বলেন- ২০০৩ সাল থেকে হাসান আলী ফাউন্ডেশনের মাধ্যমে গরীব লোকদের সেলাই মেশিন, রিক্সা ও ছাত্রদের বৃত্তি দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন৷ কোরআন হাদিসের আলোকে নিজে ভাল কাজ কর ও অপরকে ভাল কাজে উৎসাহিত করারও পরামর্শ দেন তিনি। নিজ নিজ সামর্থ অনুযায়ী আল্লাহর কাছে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর তওফিক কামনা করেন আলহাজ্ব মোঃ হাসান আলী, প্রেসিডেন্ট অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স৷
-বার্তা সংস্থা এনএনসি