দুপুরের স্বপ্ন সন্ধ্যায় ডুবে যায় গোয়ালের কিনারে
যখন কুয়াশা মাখা অবেগে ধূসর হয়ে ওঠে ধূ ধূ প্রান্তর
বীল ধারে ঘাস কাটা রাখালের কুচ কুচ শব্দেরা থেমে যায়!
আলগোছে দুলতে থাকে কলার বোনে
চিরল চিরল পাতার মর্মর ।
দ্বীপ্রহরে জেগে ওঠে ঘুমন্ত স্বপ্ন
বেঘোরে নানা ঘুড়ির হাতছানি
রাতভোর কনকনে টানের বাণী ।
লজ্জাবতী শরীর মেলে দেয় শিশিরের টানে
প্রভাত রবির আসর জমে পূব আকাশে ।
অচেনা পাখির আয়োজন চলে কুলা ফেলে উড়ে যেতে ।
আমি শুধু বসে থাকি হারিয়ে যাওয়া স্বপ্ন জাগাতে!
দু’চোখে বালিয়াড়ি জেগে ওঠে
আঁকিনা স্বপ্ন আর মরিচিকা ভালে ।
অদেখা আবির রং কাছে এসে বসে
বলি তারে –
সত্য এক মরিচিকা কখনো ডেকো না কাছে!
তবু মরিচিকার হাত ধরে বহুদিন ঘুরে ঘুরে
জলসা জমিয়েছি একা একা!
সেই আবার হয় দেখা প্রতি দিন প্রতি রাতে
আর গোয়ালের কোণে বিষন্ন দুপুরে!
– শাহীনা
০৭.০৪.২০২১