স্কুল খোলার পরে দেশের প্রতিটি শিক্ষা্ প্রতিষ্ঠানে যা যা করণীয় সে বিষয়ে এম.এ মন্নান মনির স্যারের আলোচনা থেকে পয়েন্ট আউট করে প্রকাশিত হলো-
১।প্রতিদিন বিদ্যালয়,অফিস কক্ষ,শ্রেণি কক্ষ পরিস্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
২। নতুন বাজেট প্রণয়ন করতে হবে।
৩। নন কনট্যাক্ট থার্মোমিটার প্রয়োজন হবে
৪। ক্লাসে শিক্ষক না থাকলে শিক্ষার্থী থাকতে পারবে না
৫। প্রতি শ্রেণির অর্ধেক বেঞ্চ ক্রস চিহ্নিত করতে হবে যেখানে কোনো শিক্ষার্থী বসবে না।
৬।হাত ধোয়ার স্থান ও ওয়াশ রুমের সংখ্যা বাড়াতে হবে
৭।পর্যাপ্ত স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে
৮।শিফট ভাগ করে ক্লাস নিতে হবে
৯।প্রথম দুই মাস পরীক্ষা নেওয়া যাবেনা
১০।প্রথম স্কুলে আসার দিন শিক্ষার্থীদেরকে ভিন্ন ভাবে রিসিভ করতে হবে
১১।বিদ্যালয়ে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা করতে হবে
১২।স্বাস্থ্যবিধি সম্পর্কে নিয়মিত ব্রিফ করতে হবে
১৪।শিক্ষক -কর্মচারিদের মধ্যে কর্ম বণ্টন করতে হবে
১৫।শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে তাদের সাথে যোগাযোগ করতে হবে
১৬।সকলের সুস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব সহ বিবেচনা করতে হবে
১৭।স্কুল খোলার আগেই ব্যাপক প্রচারণা চালাতে হবে
১৮।দূরশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে
১৯।দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহযোগিতামূলক পাঠদানের ব্যবস্থা করতে হবে
২০।হতাশা দূর করতে কাউন্সেলিং করতে হবে
২১।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে বিদ্যালয়ের ফান্ড অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার করতে হবে,ফান্ড পর্যাপ্ত না থাকলে এসএমসির সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতে হবে
২২।সকলকেই সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে চলতে হবে
২৩।প্রবেশের সময় নন কনট্যাক্ট থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপতে হবে;যাদের তাপমাত্রা বেশি তাদেরকে পৃথক রেখে অভিভাবকদের মাধ্যমে বাড়ি বা চিকৎসা কেন্দ্রে পাঠাতে হবে
২৪।শ্রেণিকক্ষে সিরিয়াস বিষয় প্রথম হতে পাঠদানে বিরত থাকতে হবে,ধীরে ধীরে সিরিয়াস বিষয়ে অগ্রসর হতে হবে। ২৫।No mask,No school শ্লোগান বাস্তবায়ন করতে হবে।
২৬।মাস্ক তৈরির কলাকৌশল শেখাতে হবে।
২৭।অসুস্থ শিক্ষক-কর্মচারিবৃন্দকে ছুটির ব্যবস্থা করতে হবে।
২৮।পাঠদানের সুবিধার্থে ছুটির দিনকেও কাজে লাগানো যাবে।
২৯।৫ ফুটের কম দৈর্ঘের বেঞ্চে একজন শিক্ষার্থী বসতে পারবে, ৫ ফুটের বেশি দৈর্ঘের বেঞ্চে দুই প্রান্তে দুই জনকে বসাতে হবে।
৩০।প্রতিনিয়ত মনিটরিং করতে হবে।
৩১।নিকটতম প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে
৩২।নিয়ম মেনে নাক মুখ ঢেকে মাস্ক পরতে হবে।
৩৩। ১১ বছরের বেশি বয়সীদের মাস্ক পরা বাধ্যতামূলক।
৩৪।অভিভাবকদের দাড়ানোর জায়গা চিহ্নিত করতে হবে
৩৫।ওয়াশ রুমগুলো প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে।
৩৬।যেখানে সেখানে কফ বা থুথু ফেলা যাবে না।
৩৭।শ্রেনিকক্ষ পরিস্কার করতে হবে এবংপর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে।
-এনএনসি