পাওয়ার প্লেতে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার। অন্যপ্রান্তে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তার চার ছক্কায় ভালোই রান তোলে বাংলাদেশ। তবে পাওয়ার প্লের পরের ওভারে তাকে সাজঘরে ফিরিয়ে রানের গতি আটকে দেন অ্যাডাম জাম্পা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর : ৫৮/২ (১০ ওভার)
আজ মঙ্গলবার সন্ধ্যায় হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে আসেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার।
ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্ককে ছক্কা হাঁকান ওপেনার নাঈম শেখ। স্টার্কের ১৪০ কিলোমিটার গতির বলটি মিডউইকেটের উপর দিয়ে ফেলেন নাঈম। অন্যপ্রান্তে থাকা আরেক ওপেনার সৌম্য সরকারের দিনটা ভালো যায়নি। চতুর্থ ওভারের তৃতীয় বলে কাট করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। হ্যাজলউডের শিকার হওয়ার আগে ৯ বলে মাত্র ২ রান করে তিনি।
ব্যাট হাতে রান তুলতে থাকেন নাঈম। তার চার ছক্কায় রানের পথ দেখে বাংলাদেশ। উইকেটে থিতু হয়ে বসা এই ওপেনারকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান জাম্পা। সপ্তম ওভারের শেষ বলে ২৯ বলে ৩০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম।