সজ্জন ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের নাম ইতিহাসে লেখা থাকবে- বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্মরণসভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ঢাকা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস স্মরণসভার সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকারের পরিচালনায় সভায় বক্তব্য দেন জোটের সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, সহসভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।