মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট-এঁর সভাপতিত্বে নরসিংদী জেলা ক্রীড়া সংস্হার কার্যকরী কমিটির ৩য় সভা এবং নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত।
১১ জানুয়ারি মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয় এর সভাপতিত্বে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির ৩য় সভা অুনষ্ঠিত হয়। সভার শুরুতেই সম্মানিত সভাপতিকে “ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২০” প্রাপ্তিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভাপতি নরসিংদীর ঐতিহ্যবাহী মুসলেহ উদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়নের সার্বিক বিষয়াদি যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সভায় তারুণ্যকে মাঠে ফিরিয়ে আনতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে স্বাস্হ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধূলা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নরসিংদী আইডিয়াল হাই স্কুলের সভায় সম্মানিত সভাপতি বিদ্যালয়টির সার্বিক মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষক অভিভাবকদের আহবান জানান। খবর-এনএনসি