সিনেমায় অভিনয় করতে চান বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শনিবার ‘স্মৃতির ফানুস’ মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নে সিনেমা নিয়ে তার ভাবনার কথা জানান তিনি।অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিশা জানান, সিনেমা আমি করবো। কোনও একটা গল্প, যেটা পড়ে মনে হবে যে দিস ইজ মাইলস্টোন, আই ক্যান ডু দিস প্রজেক্ট। তবেই আমি সিনেমা করব। সবকিছু মিলিয়ে যদি মনে হয় যে ভালো প্রোডাকশান, যেটার যোগ্য আমি বা যে কাজটা আমার জন্য সেটা অবশ্যই আমি করবো।
তিনি বলেন, যে সিনেমাটির মাধ্যমে আমি নিজেকে মেলে ধরতে পারব সেই সিনেমায় অবশ্যই অভিনয় করব। শুধু বলার জন্য ফিল্ম করলাম, নাচ-গান করলাম এমন কিছু নয়। যে ছবিটা আমাকে আনন্দ দেবে, নিজেকে মেলে ধরতে পারবো সেটাই করতে চাই।’শনিবার প্রকাশ হয়েছে তানজিন তিশা অভিনীত ‘স্মৃতির ফানুস’ গানের ভিডিও। এতে গেয়েছেন তাহসান খান ও সুস্মিতা আনিস। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।