সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ কোটি ৭৭ লাখেরও বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৫ কোটি ৪৫ লাখেরও বেশি জন।
সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনে ২ লাখ মানুষ আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোটি ৮৪ লাখ ছাড়িয়েছে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১৮৪১ জন, মোট প্রাণ হারিয়েছে ৩ লাখ ২৬ হাজার জন।
ব্রাজিলে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭২ লাখ মানুষ আর প্রাণ হারিযেছে ১ লাখ ৮৭ হাজারের বেশি।
ভাইরাসটির নতুন ধরণ ছড়িয়ে পড়ার পরে যুক্তরাজ্যেও বেড়েছে সংক্রমণের হার। একদিনেই সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২১৫ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখের বেশি আর মৃতের সংখ্যা ৬৭ হাজারের বেশি।