আল্লামা হযরত মাওলানা মামুনুল হক সাহেব নারী সহ আটক নয়। বরং স্ত্রী সহ আটক। সংবাদ প্রচারের ধরনটা আলাদা করুন আল্লাহ্ কে ভয় করুন।
হে ঈমানদারগণ! তোমরা অধিক অনুমান বা ধারণা থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান বা ধারণা তো পাপ বা গুনাহ্। আর তোমরা কারো দোষ-ত্রুটি বা গোপন বিষয় অনুসন্ধান করো না; এবং একে অপরের গীবত করো না”
(সূরা আল-হুজুরাত : ৪৯ : ১১-১২)
রাসূলুল্লাহ্ (সা.)-কে আমি বলতে শুনেছি,যে কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইয়ের মান-সম্মান বিনষ্ট করা থেকে অন্যকে বিরত রাখে,তখন আল্লাহ্’র উপর অপরিহার্য হয়ে যায় যে,কিয়ামতের দিন তিনি তার উপর থেকে দোযখের আগুন প্রতিহত করবেন। অতঃপর তিনি কোরআনের এ আয়াতটি তিলাওয়াত করলেন, “এবং ঈমানদারদের সাহায্য করা আমার উপর অপহিার্য কর্তব্য”
(সূরা রুম : ২০ : ৪৭) (মিশকাতুল মাসাবীহ্, হাদীস নং ৪৯৮২)
অপর হাদীসে রাসূলুল্লাহ্ (সা.) বলেন, “কোনো মুসলমানের” ‘ইজ্জত বা সম্মানের উপর অযথা ও অন্যায় আক্রমণ খুব নিকৃষ্ট ধরনের বাড়াবাড়ি”
(সুনানু আবু দাউদ)

এ লোকগুলোর ব্যাপারে জানতে চাইলে হজরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বলেন,এরা হচ্ছে সে সব লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেতো এবং তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো।’

আশা করা যায়,গিবতকারীর কাছ থেকে ক্ষমা লাভে তাকে না পেলে তার জন্য এভাবে দোয়া করলে হয়ত আল্লাহ্ তাআলা গিবতকারীকে ক্ষমা করে দিতে পারেন।