“সংবাদপত্র হাতে ধরো সুশিক্ষিত সমাজ গড়ো।” স্লোগানে এগিয়ে চলছিল জাতীয় সংবাদ মেলার আয়োজন। উদ্যোক্তা সংস্থা এনএনসি মুজিববর্ষের সেরা আয়োজন হিসেবে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রস্তুতি নিচ্ছিল। বৈশ্বিক মহামারি করোনার কারণে পিছিয়ে যাওয়া জাতীয় সংবাদ মেলার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ৬৫ জেলার প্রায় ৩ হাজার সংবাদপত্র প্রদর্শনীর মাধ্যমে দেশের সংবাদপত্রের ইতিহাস ও জেলাভিত্তিক ক্রমোন্নতির সংবাদচিত্র সকলের সামনে তুলে ধরা।
অনলাইনের এই যুগে দিনদিন মানুষ সংবাদপত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশ থেকে বিলুপ্ত হওয়া সংবাদপত্রের জায়গা দখল করে নিচ্ছে অনলাইন/ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। হাতেহাতে স্মার্টফোনগুলো মানুষের তথ্যের চাহিদা মেটাচ্ছে বলে সংবাদপত্রের প্রতি পাঠকদের ঝোঁক নেই। অনেকে আবার ধারণা করেন কিছু দিনের মধ্যে দেশে আর সংবাদপত্র খুঁজে পাওয়া যাবেনা।
বর্তমান করোনাভাইরাসের সংক্রামন থেকে রক্ষায় দৈনিক সংবাদপত্র ছেড়ে দিয়েছে অনেকে। যার প্রেক্ষিতে সংবাদপত্রের মালিক পক্ষের সংস্থা নোয়াব তাদের পাঠকদেরকে আশ্বস্ত করে পত্রিকায় প্রকাশিত করছে যে, সংবাদপত্র কখনও করোনাভাইরাসের বাহক নয়। করোনাভাইরাসের নিষ্ঠুর থাবায় বিভৎস বিশ্বকে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সংবাদপত্রই মূখ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে। এ সত্যকে স্বীকার করে সবাইকে সংবাদপত্র বিলুপ্তির হাত থেকে সুরক্ষার আহ্বান জানিয়েছেন সংবাদ জাদুঘরের রূপকার ও জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুম বিল্লাহ।