করোনা ভাইরাসের ভয়াবহতায় দিশেহারা ভারতের রাজধানী দিল্লি। প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। তাই দেশটিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পাতায় বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলার বিষয়ে অঙ্গীকার করেছেন শেখ হাসিনা।
উল্লেখ্য, করোনার সংক্রমণের উর্ধ্বগতিতে ভারতের চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। আগামী আগস্টের মধ্যে সংক্রামক ব্যাধি কোভিড-১৯ এর কারণে ভারতে মৃত্যু দশ লাখ ছাড়াবে বলে এক গবেষণার বরাতে ল্যানসেট জানিয়েছে। এর মধ্যে ভারতে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।
শাওন/সাএ