২৩ জানুয়ারি মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (কম্বল) বিতরণ করা হয়।
মাদ্রাসার এতিম ছাত্র ও অন্যান্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি জনাব মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৌলভীবাজার সদর জনাব শরিফুল ইসলাম, জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, একাটুনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
এই তীব্র শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে জেলা প্রশাসন কর্তৃক কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করা হয়। – বার্তা সংস্থা এনএনসি