জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ১৭ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার, মৌলভীবাজার জনাব মোহাম্মদ জাকারিয়া, চেয়ারম্যান, জেলা পরিষদ, মৌলভীবাজার আলহাজ্ব মিছবাহুর রহমান, মেয়র, মৌলভীবাজার পৌরসভা জনাব মোঃ ফজলুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, মৌলভীবাজার
জনাব মোঃ জামাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী জনাব কবিতা ইয়াসমীন। -এনএনসি