তামিম ইকবাল পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে ঝড়ের আভাস দিয়েও পরিণতি দিতে পারছেন না। তবে লাহোরের জন্য সৌভাগ্যই বয়ে নিয়ে গেছেন! প্রথমবার ফাইনালে উঠেছে তার দল লাহোর কালান্দার্স। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে রাত ৯টায় তারা মুখোমুখি হবে করাচি কিংসের।
৫ বছর পার হয়ে গেলেও পিএসএল বহু আকাঙ্ক্ষিত ফাইনাল দেখতে চলেছে অবশেষে। ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী দুই প্রতিদ্বন্দ্বী লাহোর ও করাচি শিরোপা লড়াইয়ে নামবে আজ। স্বাভাবিকভাবেই ম্যাচটি দেখতে আগ্রহ থাকবে বেশি। তবে পিসিবির সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফেভারিট হিসেবে মানছেন তামিমের দল লাহোরকেই। বলেছেন, ‘ফাইনাল নিয়ে যদি কেউ আমার রায় চায়, তাহলে সেটা ভুল হোক বা সঠিক। আমি বলবো লাহোরই এই ম্যাচের ফেভারিট।’
অবশ্য এমনটি বলার পেছনে ভাগ্যকেই সামনে নিয়ে এলেন ইনজামাম, ‘আমি এমনটা বলছি, কারণ গত চার বছর ভাগ্য তাদের সহায় ছিল না। কিন্তু মনে হচ্ছে এবার ভাগ্য তাদের পাশে রয়েছে।’
লাহোরকে ফেভারিট মানলেও ইনজামাম মনে করছেন লড়াই হবে মূলত দুই দলের বোলারদের। তবে দুই দলের লড়াইয়ে লাহোরকে এগিয়ে রাখার পেছনে তার যুক্তি, ‘আমার মনে হয় ওদের খেলোয়াড়রা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাতেই ওরা সফল হচ্ছে। আর এই বিষয়টাই ওদের বেশি এগিয়ে রাখছে।’