চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নসিমন ও যাত্রীবাহী ব্যাটারীচালিত ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে মুকুল(৫৫) নামে একজন নিহত হয়েছেন।
গত রোববার(৩০’আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের চক ঘোড়াপাখিয়া এলাকায় সোনামসজিদ মহাসড়কে ঘটনাটি ঘটে। মুকুল শিবগঞ্জের কমলাকান্তপুর মদিনাপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ইজিবাইক চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য(ওসি) শামসুল আলম শাহ বলেন, নসিমন ও ইজিবাইকের সংঘর্ষে আহত মুকুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন,ঘটনার পর শিশু,নারীসহ আরও অন্তত: দু’জন আহতের খবর পেয়েছে পুলিশ। তাদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।