গুণগত মান ধরে রেখে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে গ্রামীণ সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় (একনেক) এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেকের চেয়ারপারসন।
সভা শেষে পরিকল্পনা কমিশনের সচিব আসাদুল ইসলাম এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘ভারী যানবাহন চলাচলের উপযোগী করে শহরের মতো গ্রামীণ সড়কের অবকাঠামো সংস্কার করতে হবে।’
এর পক্ষে যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কমে আসায় গ্রামীণ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের চাহিদা বেড়েছে। এ জন্য সড়কগুলোর সংস্কার প্রয়োজন।’ – snigdha.sheikh; এনএনসি