মুজিব শতবর্ষে ‘‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি ২০২১ তারিখ, শনিবার উপকারভোগী পরিবারের নিকট উক্ত গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। তারই ধারাবাহিকতায় শুভ উদ্বোধন কাজের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে লালমাই উপজেলায় ২০ জানুয়ারি নির্মাণাধীন গৃহের পরিদর্শন করেন- লালমাই উপজেলার “সুযোগ্য, সৃজনশীল ও জনবান্ধব” উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। -এনএনসি
