নিউজ স্বাধীন বাংলা : র্যাব-১১, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যা ব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যা ব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৪ জুন র্যা ব-১১, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সিদ্ধিরগঞ্জ হাউজিং আটি এর বটতলা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো ১। রোজিনা বেগম @ রোজি (৪৩), পিতা- আব্দুর রশিদ, ২। শাহ আলী (৪০), পিতা- আব্দুর রউফ, ৩। দীন মোহাম্মদ @ দীন ইসলাম (৩২), পিতা- মৃত আমির আলী। আসামীদেরকে গ্রেফতার করার পর তাদের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৭৩,০৫০/- (তেহাত্তর হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামী ১। রোজিনা বেগম @ রোজি (৪৩), ২। শাহ আলী (৪০)’দ্বয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন উত্তর খংসারদী ও ৩। দীন মোহাম্মদ @ দীন ইসলাম (৩২) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন ছোট রায়পাড়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। তাছাড়াও গ্রেফতারকৃত আসামী রোজিনা বেগম, শাহ আলী ও দীন ইসলাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।