নিউজ স্বাধীন সংবাদঃ র্যাব -১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। জুয়েল প্রামাণিক (৩০), পিতা-মোতালেব প্রামাণিক, মাতা-জমিলা বেগম, সাং-হাউলি কেউটি, থানা-গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী, এ/পি-মাহমুদ নগর (বাদলের বাসার ভাড়াটিয়া), থানা-বন্দর, জেলা-নরায়ণগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১০,০০০/-(দশ হাজার) টাকা, মাদক বিক্রির নগদ ৮৩০/-টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। ধৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।
