নিউজ স্বাধীন বাংলা: নারায়ণগঞ্জ র্যাব-১১, সিপিএসসি একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঘারমোড়া বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আল মামুন (৩৫), পিতা-মৃত নাজিম উদ্দিন, মাতা-আলেয়া বেগম, সাং-ঘারমোড়া, কাজী পাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করেন। তাহার দখল হইতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা যায়। তাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।
